আর্কাইভ থেকে বাংলাদেশ

শান্তিরক্ষী মিশন থেকে র‌্যাবকে বাদ দেয়ার চিঠি সাংসদের ব্যক্তিগত, ইইউর না

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) বাদ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, এটি তার ব্যক্তিগত। এর সঙ্গে ইইউর কোনও সম্পর্ক নেই। বললেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। এর সঠিক তথ্যও আমার কাছে নেই। তবে ইইউর পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। এরসঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, বাংলাদেশের ২০২৩ সালে যে জাতীয় নির্বাচন হবে, সেদিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যথেষ্ট আগ্রহ রয়েছে।

হোয়াইটলি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কাজ করেছি, এখনও করছি। তবে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করছে, তা সত্যিই অকল্পনীয়।

এ সম্পর্কিত আরও পড়ুন