আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

ইন্টারনেট ছাড়া ফোনে দেখা যাবে লাইভ টিভি!

মোবাইলে টিভি দেখা এখন একটি সাধারণ বিষয়। তবে সমস্যা হলো এর জন্য প্রয়োজন পড়ে ইন্টারনেট পরিষেবার। তবে এবার ভারতে এমন প্রযুক্তি আসতে চলেছে, যার ফলে কোনোরকম ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে টেলিভশনের বহু চ্যানেল।

প্রযুক্তিটি অনেকটা এফএম রেদিও’র মতো। দেশটির টেলিকমিউনিকেশ এবং তথ্য ও যোগাযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তবে মোবাইল অপারেটররা এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছে। কারণ, এই সুবিধার ফলে মোবাইল ডাটা’র ব্যবহার কিছুটা হলেও কমবে এবং এতে তাদের আয়ের ওপর প্রভাব পড়বে।

ভারতের আইআইটি কানপুর ও প্রসার ভারতী যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই পরিষেবা অনেকটাই এফএম রেডিওর মতো। বিনামূল্যেই যেভাবে এফএম রেডিও সার্ভিস পাওয়া যায় ঠিক সেভাবে পাওয়া যাবে ডিটুএম পরিষেবা। শুধু দরকার পড়বে মোবাইলে প্রয়োজনীয় চ্যানেলটির ফ্রিকোয়েন্সি খাপ খাওয়া। আপাতত এ জন্য ৫২৬ থেকে ৫৮২ মেগাহার্জ বরাদ্দ দেয়া হয়েছে।

সূত্র : ইকোনোমিক টাইমস

এ সম্পর্কিত আরও পড়ুন