আর্কাইভ থেকে স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ১৩৭

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। গেলো রোববার (৬ আগস্ট) রাত ৯টার দিকে তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেলো ১৭ দিনে ছয়জনের মৃত্যু হলো। এদিকে ফরিদপুরে গেলো ২৪ ঘণ্টায় ১৩৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটিই একদিনে ফরিদপুরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এর আগে গত (৪ আগস্ট) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১১৪ জন।

রোববার (৬ আগস্ট) রাতে ডেঙ্গুতে মৃত্যু হওয়া রোগীর নাম ময়না বেগম (৪০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মো. ফরহাদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়না বেগম রোববার রাত ৮টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫০ মিনিট পর রাত ৮টা ৫০ মিনিটে মৃত্যু হয় তার।

এ নিয়ে গত ২১ জুলাই থেকে আজ ৭ আগস্ট পর্যন্ত ১৭ দিনে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেলেন। এদের মধ্যে রাজবাড়ীর দুই নারী ও এক বৃদ্ধ, মাগুরার এক তরুণ এবং ফরিদপুরের দুই নারী রয়েছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ভর্তি হয়েছেন।

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৬ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৭, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

গেলো জানুয়ারি থেকে আজ সোমবার (৭ আগস্ট) পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৫৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ছয় জন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান গণমাধ্যমে বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সকলের সচেতনতা ও আন্তরিকতা ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন