আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা
অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব সামনে রেখে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী সেপ্টেম্বরের দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। তবে ম্যাচ দুটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত করেনি বাফুফে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, 'আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।'
তবে ম্যাচ দুটির ভেন্যু নিয়ে বেকায়দায় আছে বাফুফে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি। সবশেষ সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলেছিল সিলেটে। তবে সিলেটের মাঠ পুরোপুরি ভালো নয় বলে, এই মাঠে খেলতে চাননা জাতীয় দলের অনেক ফুটবলারই। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে বাফুফেকে।