আবেগে ‘অশ্রুসিক্ত’ শাকিব খান
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমা। দেশে ও দেশের বাইরে ব্যবসা সফল সিনেমাটি। এছাড়া উত্তর আমেরিকার বক্স অফিসে সেরা তিনের তালিকায় উঠে এসেছে ‘প্রিয়তমা’। এ বিষয়ে ব্যাপক আনন্দিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এছাড়া ‘প্রিয়তমা’র এমন সাফল্যে শাকিবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ নায়ক। শাকিবিয়ানদের এমন ভালোবাসায় অভিভূত শাকিব জানালেন অশ্রুসিক্ত হওয়ার কথা।
গেলো রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। পোস্টে শাকিব খান লেখেন, ‘উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, ছবিটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।’
এ ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ চোখে জল এনে দিয়েছে শাকিব খানের। এদিকে ষষ্ঠ সপ্তাহেও ছবিটি সফলতার সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইতালির প্রেক্ষাগৃহগুলোতে চলছে।
অন্যদিকে অচিরেই মুক্তি পাবে যুক্তরাজ্য, পর্তুগাল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আামিরাতসহ অন্যান্য দেশে।
এএম/