আর্কাইভ থেকে ফুটবল

চলতি দলবদলেই পিএসজি ছাড়তে চান নেইমার, ফিরতে চান বার্সায়

গ্রীষ্মের দলবদলে পিএসজি ছাড়তে চান নেইমার। ব্রাজিলিয়ান তারকা পিএসজি ছেড়ে বার্সায় ফিরে যেতে চান। এমনই এক সংবাদ প্রকাশ করেছে ফরাসি পত্রিকা লেকুইপ

প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসা নেইমার আবার বার্সেলোনায় ফিরতে চান। গেল মে মাসে নেইমারের বাড়ির বাইরে পিএসজির ‘উগ্র’ সমর্থকদের বিক্ষোভ ব্রাজিলিয়ান তারকাকে প্রভাবিত করেছে।

ইতিমধ্যেই লিওনেল মেসি পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পেও চলে যেতে চাইছেন। এমন অবস্থায় পিএসজি নেইমারকে ছাড়তে চাইবে কিনা তা দেখার বিষয়। এছাড়াও বার্সেলোনার ভঙ্গুর আর্থিক অবস্থা নেইমারকে সামর্থ্য দিতে পারে কিনা তাও দেখার বিষয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন