আর্কাইভ থেকে দেশজুড়ে

২ ইয়াবা ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

পাবনায় মাদক মামলায় ২ ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ডা দিয়েছেন আদালত। এছাড়া উভয়কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার ইয়াকুব আলীর ছেলে মো: সাদ্দাম হোসেন (২৬) ও একই এলাকার আ: আলিমের ছেলে মো: শরিফুল (২০)।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পাবনারবিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে মাদক গ্রহণ ও বিক্রয়ের অভিযোগে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে মামলা দায়ের করেন পাবনা সদর থানার এসআই মো: জহুরুল ইসলাম। দীর্ঘ ৫ বছর পর এ মালার রায় ঘোষণা করা হলো।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের জানুয়ারির শেষের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার সাদ্দাম হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আসামি সাদ্দামের নিকট থেকে ৬শ ও শরিফুলের থেকে ৪শ সহ মোট ১ হাজার পিস ইয়াবা ও মাদক সেবন সংক্রান্ত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। এরপর পাবনা সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন