কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ
কুমিল্লা বুড়িচংয়ে মনিরুল ইসলাম হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেসাথে সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী কনু মিয়ার সম্পত্তি ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে ২০০৩ সালের ৩১ আগস্ট কনু মিয়া তার দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলামকে বাড়ির সামনেই আব্দুল মালেক, মফিজুল, ইউসুফ, খোকনসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা করেন। মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামিই পলাতক রয়েছে। অন্যদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।