আর্কাইভ থেকে জাতীয়

দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ভারত একমত: জয়শঙ্কর

দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদারে দু’পক্ষই একমত। বাণিজ‌্য ও পানি বণ্ঠনসহ বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষীয় আলোচনা ফলপসূ হয়েছে বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বাসযোগ‌্য বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে ভারত।’

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিক এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পর জয়শঙ্কর ঢাকা সফর করছেন। এ সফরে তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।

শেখ সোহান

 

এ সম্পর্কিত আরও পড়ুন