আড়াই ঘণ্টা বন্ধের পর চালু হলো মেট্রোরেল
কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করার পর দুপুর ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) এক কর্মকর্তা জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এ সমস্যা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সেখানে টেকনিক্যাল টিম কাজ করে। ১২টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।