দারুণ জয় দিয়ে এলপিএল শেষ করলেন হৃদয়
তাওহিদ হৃদয় যখন ব্যাট হাতে নামলেন তখন দলের জয় প্রায় নিশ্চিতই ছিল। জাফনার দরকার ছিল ৪৩ বলে ১৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন হৃদয়। পরের ওভারে টানা দুটি চার মারেন মাথিশা পাথিরানাকে।
এরপর নাসিম শাহকে বাউন্ডারি মেরেই দলের জয় নিশ্চিত করেন তরুণ ব্যাটসম্যান। এমন মুহূর্তে ৩ বাউন্ডারিতে ৯ বলে ১৪ রান করলেন হৃদয়। আর তার দল জাফনা কিংস ৬ উইকেট ও ৩৩ বল হাতে রেখেই নিশ্চিত করে জয়।
এই জয়ের মধ্য দিয়েই শেষ হলো হৃদয়ের লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরের যাত্রা। বাংলাদেশের এই তরুণ ব্যাটার ৮ তারিখ পর্যন্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল। দেশে ফিরে তাকে যোগ দিতে হবে এশিয়া কাপের ক্যাম্পে।
এলপিলে এবারের আসরে ৬ ম্যাচ খেলে মোট ১৫৫ রান করেছেন হৃদয়। যার মধ্যে অভিষেক ম্যাচেই করেছিলেন হাফসেঞ্চুরি।