আর্কাইভ থেকে অপরাধ

ভোলায় ৩শ কেজি ভেজাল ছানা জব্দ

সাতক্ষীরা থেকে ভোলায় আসা ৩শ কেজি ভেজাল ছানা জব্দ করেছে স্থানীয়রা।

বুধবার দিবাগত রাতে উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে এ ছানা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, বহুবছর ধরেই একটি অসাধু চক্র সাতক্ষীরা থেকে ভেজাল ছানা ভোলায় এনে মিষ্টির দোকানে বিক্রি করে আসছিল।

বুধবার সাতক্ষীরা থেকে ৩শ কেজি ভেজাল ছানা বরিশাল হয়ে লঞ্চে যোগে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আসে। পরে ওই ছানা ভোলার বাসু ঘোষের মিষ্টির দোকানে নেওয়ার সময় স্থানীয়রা জব্দ করে। এর আগেও ভোলা শহরের ঘোষপট্টির বাসুদেব ঘোষের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সাতক্ষীরার থেকে আসা ছানা জব্দ করে তাকে জরিমানা করা হয়েছিল। পরে ওই ছানা ল্যাবরেটরী পরীক্ষার জন্য পাঠানো হলে এতে শূকরের চর্বিসহ নানা রসায়নিক উপাদান পাওয়া যায়।

ভোলা ডেইরি ফার্ম মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান জানান, একটি চক্র সাতক্ষীরা থেকে ভেজাল ছানা কম দামে ক্রয় করে ভোলায় এনে বিক্রি করে। ভেজাল ছানা দিয়েই মিষ্টির তৈরি করেন দোকানীরা।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান জানান, স্থানীয়রা আমাদের কাছে ছানা নিয়ে এসেছে, ওই ছানার ল্যাবরেটরী পরীক্ষা করার জন্য নমুনা পাঠাবো। ভেজাল প্রমানিত হয় তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন