আর্কাইভ থেকে বাংলাদেশ

সিইসির বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে ভাবছে সুজন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নূরুল হুদার বিরুদ্ধে মানহানির মামলা করবো কিনা তা নিয়ে ভাবছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।  বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এম হাফিজ উদ্দিন খান।

আজ শনিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আছে- সিইসির এ বক্তব্যের প্রতিবাদে ও্ সংবাদ সম্মেলন করা হয়।

এতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, টিআইবির গবেষণায় যে ৫০টি আসনের বিষয়ে অভিযোগ করা হয়েছিল সেটিও তদন্ত করা যেতে পারতো। তাতে রাতের ভোট সংক্রান্ত অভিযোগ খণ্ডানোর সুযোগ ছিল। সুষ্ঠু নির্বাচনের খাতিরে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নির্বাচন কমিশন তদন্ত করে সমাধান করতে পারতো।

মজুমদার আরও বলেন, আমার উপর আক্রমণ নতুন কিছু নয়, আমার বাড়িতেও আক্রমণ হয়েছে। আমাদের দুর্ভাগ্য এমন একজন খল নায়ককে আমাদের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

সিইসি কোনও দলিল ছাড়া সুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাবেক বিচারপতি এম এ মতিন।

এ সম্পর্কিত আরও পড়ুন