আর্কাইভ থেকে স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৫

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন বৃদ্ধ, অপরজন নারী। এ নিয়ে এক মাসে ডেঙ্গুতে চিকিৎধীন অবস্থায় ৯ জন মারা গেছেন। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের সুকুমার (৭৭)। অপরজন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)।

ডা. এনামুল হক জানান, মঙ্গলবার (৮ আগস্ট) রাতে সালমা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গেলো ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৯৫ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯ রোগী। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৮২ জন। এর মধ্যে এক হাজার ৮৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন