আর্কাইভ থেকে বাংলাদেশ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন হিরো আলম

গত কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বিএফডিসি প্রাঙ্গণ। শুক্রবার (২৮ জানুয়ারি) ছিল শিল্পী সমিতির নির্বাচন। এদিন চলচ্চিত্র অঙ্গনের প্রায় সব শিল্পীর পদচারণায় মুখর ছিল এফডিসি। এসেছিলেন এ সময়ের আলোচিত নির্তামা ও অভিনেতা হিরো আলম।

নির্বাচনের দিন তার আগমনে ভক্তদের মাঝে বেশ সাড়া জাগিয়েছিল। আজও শনিবার (২৯ জানুয়ারি)এসেছিলেন হিরো আলম।

কথা বলেছেন গণমাধ্যমের সাথে। হিরো আলম বলেন গতকাল আমি সকালে বিএফডিসির ভিতরে ঢুকতে গেটের কাছে আসছিলাম। তখন দর্শক আমাকে দেখে ফেলে। কয়েক মিনিটের মধ্যে অনেক দর্শক জমা হয়। তাই পুলিশ আমাকে বিএফডিসির ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবার আমাকে এ্ফডিসির গেট দিয়ে বের করে দেয়। এবং একটা গাড়িতে উঠিয়ে বাসায় যাওয়ার ব্যবস্থা করে।

তিনি বলেন, আমার তো প্রযোজক সমিতির কার্ড আছে। কেন আমাকে ঢুকতে দেওয়া হলো না। এইটা আমি জানতে চাই।

হিরো আলম বলেন, গতকাল মনে হয়েছে জাতীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। আমার কাছে গতকাল রাতে মনে হয়েছে ১৮ লাখ ভোট গণণা চলছে। আমি তো জাতীয় নির্বাচন করেছি। সারারাতে কোটি কোটি ভোট গণণা হয়েছে। আর কাল আমাদের শিল্পী সমিতির ৩৬৫ ভোট তা গুনতে সারারাত লাগলো। সেই ভোটের গণনা কি হয়েছে তা সবাই বুঝেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন