আর্কাইভ থেকে বলিউড

অভিনেত্রীকে বিয়ে করতে রাজি হলেন শ্রীদেবী খুশি কাপুর!

কী কাণ্ড দেখুন। এত লোক থাকতে শেষমেশ অভিনেত্রীর বিয়ের প্রস্তাবে রাজি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট কন্যা খুশি কাপুর! হ্যাঁ ঠিকই পড়েছেন। এমনটিই ঘটিয়ে ফেলেছেন খুশি কাপুর। সোজা কানাডিয়ান অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণনের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন খুশি।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি খুশি শাড়ি পরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যা দেখে রীতিমতো কাত খুশি কাপুরের অনুরাগীরা। ঠিক এরই মাঝে টুক করে ইনস্টাগ্রামেই খুশিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন কানাডার জনপ্রিয় অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন। খুশির উদ্দেশ্যে মৈত্রেয়ী লেখেন, ‘বিয়ের জন্য তোমার হাত চাইছি!’ সঙ্গে সঙ্গে খুশিও জবাব দিলেন মৈত্রেয়ীকে। খুশি লিখলেন, ‘আমি তৈরি, কবে বল?’

জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হচ্ছে খুশি কাপুরের। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’। ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও রয়েছেন বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, অদিতি দত ও যুবরাজ মেন্ডা। নভেম্বর মাসে স্ট্রিমিং জায়েন্টে মুক্তি পেতে পারে ‘দ্য আর্চিজ’।

 

View this post on Instagram
 

A post shared by ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ (@khushi05k)

এ সম্পর্কিত আরও পড়ুন