আর্কাইভ থেকে ফুটবল

ইনস্টাগ্রাম আয়ে মেসির থেকে এগিয়ে রোনালদো

আবারও ইনস্টাগ্রাম থেকে আয়ে সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে পিছনে ফেলে টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।

ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ তালিকাটি তৈরি করে।  সেই তথ্য অনুযায়ী রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য আয় করেন ৩.২৩ মিলিয়ন ডলার। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।

এই আয় শুধু দুই ফুটবল মহাতারকাকে অন্যান্য ক্রীড়াবিদের চেয়েই এগিয়ে রাখেনি, তাঁরা এগিয়ে আছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজসহ অন্যান্য সেলিব্রিটির চেয়েও। ক্রীড়াবিদদের মধ্যে আর দুজনই শুধু এই তালিকার শীর্ষ ২০ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন। তাদের মধ্যে একজন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র।

নেইমার তার পিএসজির সতীর্থ কিলিয়ান এমবাপ্পের থেকে এগিয়ে আছেন। প্রতিটি পোস্টের জন্য ফরাসি তারকা যা পান, এর প্রায় দ্বিগুণ অর্থ পান নেইমার।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন