মমেকে আজও করোনায় ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে (মমেক) করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ১৫৯ জন।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন: ময়মনসিংহ সদরের মায়া রাণী (৬৪) ও শেরপুর সদরের লুৎফর রহমান (৪২) নামে দুই, সদরের ফজলুল হক (৬৫), ভালুকার নুরুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) মারা যান।
ডা. মহিউদ্দিন খান জানান, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইউনিটটিতে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৩৭ জন।
এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। অপরদিকে ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তাসনিয়া রহমান