‘রকস্টার’ আল্লু অর্জুন: অনুপম খের
মহামূল্যবান লাল চন্দনকাঠের চোরাকারবারির চরিত্রে আল্লুর অভিনয়ে মুগ্ধ অনুপম খের। সরাসরি ‘রকস্টার’-র তকমা দিয়েছেন তাঁকে।
সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছেন বলিউডেরে প্রবীণ অভিনেতা অনুপম খের। ছবির মুখ্য চরিত্রে থাকা আল্লু অর্জুনের ভূয়সী প্রশংসাও করেছেন প্রবীণ অভিনেতা। মুগ্ধতা প্রকাশ করে টুইটারে লিখছেন, আক্ষরিক অর্থেই এটি একটি ব্লকবাস্টার ছবি।
খুব শিগগিরই দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করবেন এমন আশা প্রকাশ করে অনুপম লিখেছেন, যে সূক্ষ্মতা এবং মনোযোগ দিয়ে আল্লু চরিত্রটি করেছে, তা অনুপমকে মুগ্ধ করেছে।
‘পুষ্পা’-র সাফল্যে ছবির সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের।
বক্স অফিসে রেকর্ড ব্যবসা ‘পুষ্পা’র। বড় বাজেটের হলিউড-বলিউডের ছবিও ধোপে টেকেনি প্রতিযোগিতায়। দু’দিনেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি। ‘ওটিটি’-র দৌলতে এখনও ‘পুষ্পা’র ঘোর কাটিয়ে উঠতে পারেননি দর্শক।