বিনোদন

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখের ‘কিং’

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। গেল বছর ঝলক দেখিয়েছে ছবিটির টিজার। আর এরপর থেকেই অধীর আগ্রহে মুক্তির অপেক্ষা রয়েছে কিং খানের ভক্তরা। 

তবে মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে শাহরুখের ‘কিং’। 

মার্কিন বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আইএমডিবি এই তালিকা তৈরি করেছে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতে। প্রতি মাসে প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজ ভিউ বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। ফলে এটি শুধু ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

পর্দায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান এবং অভয় ভার্মাকে। জানা গেছে, অভিষেক বচ্চন থাকছেন ছবির মূল ভিলেনের চরিত্রে। আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ‘কিং’ ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এআর//

এ সম্পর্কিত আরও পড়ুন