এক পর্দায় তিন সুপার স্টার, জল্পনা তুঙ্গে!
টিনসেল টাউনে নাকি খবর সব সময়ই হাওয়ায় ভাসে। তেমনি বলিউডেও কান পাতলেই শোনা যাচ্ছে, এবার এক পর্দায় দেখা মিলতে পারে একসঙ্গে শাহরুখ খান,সালমান খান এবং হৃত্বিক রোশনের! শুনে চমকে যাওয়ার মতোই একটি খবর, এই তিন বলিউড সুপারস্টার ভক্তদের কাছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হৃত্বিক রোশনের ‘ওয়ার ২’ চলচ্চিত্রটি মুক্তির পরই এর কাজ শুরু হবে।
'মার্ভেল'-এর ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর আমেজ পেতে যাচ্ছেন দর্শকেরা। একই সঙ্গে রয়েছে আরও চমক। মূলত, গুপ্তচর-কেন্দ্রিক এই চলচ্চিত্রে তিন সুপারস্টারকে নতুন কোনও চরিত্রে দেখা যাবে না। দেখা যাবে তাঁদের আগের তিন ছবির চরিত্রে। 'টাইগার' ছবির ‘টাইগার’ হিসেবে ধরা দেবেন সালমান খান। শাহরুখকে দেখা যাবে ‘পাঠান’ ছবির ‘পাঠান’ হিসেবে। অন্যদিকে, 'ওয়ার' ছবির ‘কবীর’ হিসেবে ধরা দেবেন হৃতিক রোশন। আর এই তিন চরিত্রকে এক পর্দায় আনাতে চাইছেন 'যশরাজ ফিল্মস'-এর কর্ণধার আদিত্য চোপড়া। বাকিটা সময় বলবে!
অনন্যা চৈতী