দেশ ছাপিয়ে বিদেশে তাক লাগাচ্ছেন বাংলাদেশি ‘সারা’
ফ্যাশন জগতে তিনি নিজেই একটি ব্র্যান্ড! কনের সাজপোশাককে নতুন রূপে তুলে ধরেছেন নামিদামী ব্যক্তিত্বদের কাছে। এই কাজে তাঁর নাকি জুড়ি মেলা ভার। বাংলাদেশের তারকারা তো বটেই তাঁর পোশাক গায়ে জড়িয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান,টিনা আম্বানীর মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা। আসুন পরিচিত হই সেই তাক লাগানো ডিজাইনারের সঙ্গে। তিনি হলেন সারা করিম কউচার (Sarah Karim Couture) এর কর্ণধার সারা করিম।
বিয়ের দিন নিজেকে সাজাতে সারার নকশা করা পোশাকের উপরেই ভরসা রাখেন বাংলাদেশের বহু তারকা। তা সে নুসরত ফারিয়া হোক বা বিদ্যা সিন্হা মিম, পিয়া জান্নাতুল অথবা শিরিন শিলা। সারার সূক্ষ্ম কারুকার্যে ভরা লেহেঙ্গা বা জারদৌজি অথবা নিছকই শাড়িতে মজেছেন অভিনেত্রী, মডেলরা।
সারার তৈরি পোশাকের প্রতি আকৃষ্ট হয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান বা টিনা অম্বানীর মতো জনপ্রিয় ব্যক্তিত্বও। নিজের ডিজাইন করা পোশাকে বিশেষ করে বিয়ের সাজে চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে নতুন আঙ্গিকও তুলে ধরেছেন তিনি।
বিয়ের সাজে ‘ফিউশন’ ঘটিয়ে ফেলেছেন তিনি। সারার তৈরি পোশাকে পশ্চিমী ধাঁচের ‘কাট’-এর সঙ্গে জুড়েছে বাংলাদেশের কারিগরদের সুনিপুণ হাতের কাজ।
‘ব্রাউডাল কালেকশন’-এর নিজস্ব ধারায় তৈরি করা এই ডিজাইনারের শুরুটা কিন্তু ফ্যাশন জগতে হয়নি। বরং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা ছিলেন সারা। এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছিলেন। তারপর আচমকাই যেন এ জগতে পা রাখতে হয় তাঁকে।
প্রায় ৩৭ বছর আগে কনের সাজপোশাক নিয়ে কাজ শুরু করেছিলেন সারা। সে সময় অবশ্য তাঁর ঠাকুরমা-শাশুড়ি (খুড়িশাশুড়ি) কারিগরদের দিয়ে পোশাকের নকশা করতেন। বার্ধক্যজনিত কারণে খুড়িশাশুড়ি ব্যবসার কাজকর্ম দেখতে পারতেন না। তখনই এই ব্যবসার দায়িত্ব নেন তিনি। খুড়িশাশুড়িই তাঁর অনুপ্রেরণা। নিজের ঠাকুরমাও তাঁকে উদ্বুদ্ধ করেছেন এ কাজে।
নিজের তৈরি কনের সাজে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করেন না সারা। বরং সূচের সূক্ষ্ম কাজর সঙ্গে পশ্চিমী ধাঁচের ‘কাট’-কেও গুরুত্ব দেন তিনি।
দেশীয় কারিগরদের হাতের কাজ যে সারার অন্যতম ভরসার জায়গা। তা তাঁর ব্রাইডাল কালেকশন থেকে অনায়াসেই বোঝা যায়। সারার পোশাকে বাগদান থেকে বিয়ে— উদযাপন করছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাঁর ‘ব্রাইডাল কালেকশন’-এর মডেল হয়েছেন অভিনেত্রী নুসরত ফারিয়াও। দেশের এই জনপ্রিয় মুখকেও সাজাতে কসুর করেননি এই প্রতিভাবান ডিজাইনার।
পোশাকের নকশা তৈরিতে তাঁর নিজের মতামতই আসল, যে পোশাকে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা-ই তৈরি করেন সারা। বিয়ের পোশাকের সঙ্গে কনের সাজেরও পরিকল্পনা থাকে তাঁর। কনের কি ধরনের গয়না এবং প্রসাধনী মানানসই হবে, সে বিষয়েও ক্রেতাদের পরামর্শ দেন সারা।
তাঁর গুণমুগ্ধদের তালিকাটি কম দীর্ঘ নয়! বাংলাদেশের তারকাদের অনেকেই সারার ‘ব্রাউডাল কালেকশন’-এ ভক্ত। সেইসঙ্গে প্রতিবেশি দেশের তারকাদেরও মন জয় করেছেন তিনি। বলিউডের মালাইকা অরোরা খান হেঁটেছেন তাঁর ফ্যাশন শো’-তে। রিলায়্যান্স-কর্তা অনিল আম্বানীর ঘরনি টিনা আম্বানী যেচে সারার পোশাক কিনে নিয়েছেন। এমনকি তাঁর পোশাকে নিজেকে সাজিয়েছেন হলিউড অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লিজা রে-ও।
দেশের মঞ্চের পাশাপাশি বিদেশেও নিজের তৈরি পোশাকের শো করেছেন সারা। তবে শুধুমাত্র কনের সাজপোশাকই বা শাড়িই নয়। সম্প্রতি জ্যাকেট, টিউনিক বা কামিজে ডিজাইনেও মন দিয়েছেন তিনি। স্টাইল আর নয়া ধাঁচের মেলবন্ধনে তাতেও নিজস্ব ছাপ রাখছেন সারা করিম।
অনন্যা চৈতী