আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতকে নিয়ে হতাশ স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স

প্রত্যাশা অনুযায়ী গ্রাহক না বাড়ায় ভারতের বাজার নিয়ে হতাশ নেটফ্লিক্স। কয়েক বছর আগেও এ চিত্র ছিল ভিন্ন। নেটফ্লিক্সের প্রধান নির্বাহী রিড হাস্টিংস ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বলেছিলেন, ইন্টারনেটের ব্যবহার বাড়ায় এবং দাম কমে যাওয়ায় নেটফ্লিক্স ভারত থেকে পরবর্তী ১০ কোটি কোটি সাবস্ক্রাইবার পেতে যাচ্ছে।

২০২২ সালে এসে ভারতে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার মাত্র ৫৫ লাখ। অথচ ভারতে নেটফ্লিক্স ‌‘সেক্রেড গেম’সহ বেশ কিছু জনপ্রিয় সিরিজ, চলচ্চিত্র উপহার দিয়েছে।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের বৈঠকে নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না আসায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সব বড় বড় বাজারে আমাদের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। কিন্তু ভারতে সাফল্য না পাওয়ায় আমরা হতাশ।
ভারতে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকসংখ্যা চার কোটি ৬০ লাখ এবং অ্যামাজন প্রাইমের গ্রাহক সংখ্যা প্রায় দুই কোটি।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন