মিতব্যয়ী সাকিবে জিতলো গল টাইটানস
লঙ্কা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের পর দাপুটে জয় পেল সাকিব আল হাসানের গল টাইটানস। দলটির জয়ের দিনে বল হাতে বড় অবদান রাখেন টাইগার অধিনায়ক। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
রোবাবার জফনা কিংসের বিপক্ষে সপ্তম ওভারে যখন প্রথমবারের মতো ম্যাচে যখন বোলিং করতে এলেন সাকিব, তার আগেই চাপে ছিল জাফনা। নিজের প্রথম ওভারে আসেলা গুনারত্নেকে এলবিডব্লু করে সে চাপ আরও বাড়িয়ে দেন সাকিব।
সে চাপ থেকে বেরোনো হয়নি জাফনার। ২০ ওভার ব্যাটিং করলেও ৮৯ রানেই থামে তাদের ইনিংস।
রান তাড়ায় টিম সাইফার্টের ৪২ বলে ৫৫ রানের ইনিংসে ১৩.৩ বলে ৩ উইকেট হারিয়ে সহজ জয় পায় গল। শেষ সময়ে ব্যাট হাতে নেমে ৪ বল খেলে সাকিব ২ রানে ফিরে গেলেও দাপুটে জয় পেতে গলের সমস্যা হয়নি কোনো।