ভারতকে উড়িয়ে সিরিজ জিতলো ওয়েস্টইন্ডিজ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে জয় ছিল ওয়েস্টিন্ডিজের। পরে দুই ম্যাচে জয় পায় ভারত। তাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২ ব্যবধানে সমতা থাকায় পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দুই দলের জন্যই সিরিজ জয়ের। সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আগে ব্যাট করে সুরিয়াকুমার যাদবের ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ১৬৫ রানের লক্ষ্য বেধে দেয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিং তোলেন ঝড়। কিংয়ের অপরাজিত ৫৫ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংসের সুবাদে ৮ উইকেটের জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।