আর্কাইভ থেকে ফুটবল

ড্র দিয়ে লিগ শুরু করলো বার্সেলোনা

ড্র দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা। লা লিগার প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্পেন চ্যাম্পিয়নদের। পয়েন্ট হারানোর সাথে কোচ জাভি হারন্দেজ সহ লাল কার্ড দেখেছে রাফিনহাও।

রোববার ম্যাচের প্রথমার্ধেরই রাফিনহার লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় বার্সা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও। লাল কার্ড ঠেকে ছাড় পায়নি গেটাফেও। হাইমে মাতা লাল কার্ড দেখায় শেষ আধা ঘন্টায় গেটাফে খেলেছে ১০ জন নিয়ে।

খেলার শুরুতেই  সুযোগ পায় গেটাফে। তবে বার্সেলোনা গোলরক্ষক স্টেগেনকে একা পেয়েও শট নিতে পারেননি হুয়ানমি লাতাসা। ১৬ তম মিনিটে রাফিনহার ফ্রি কিক প্রায় ঢুকেই যাচ্ছিল গোল পোস্টে। তা কোনোমতে ঠেকান গেটাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া।

৩৬ মিনিটে গেটাফে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রাফিনহা। ৪৩ মিনিটে গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। শেষ পর্যন্ত তিন লাল কার্ডের ম্যাচে জিততে পারেনি বার্সেলোনা। উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।

 

এ সম্পর্কিত আরও পড়ুন