হাসপাতালে নুসরাত, চোখে ব্যান্ডেজ
আচমকা হাসপাতালে ভরতি হতে হলো ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়াকে। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘হিরো ৪২০’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো সিনেমা। সম্প্রতি ‘আবার প্রলয়’-এও দেখা গিয়েছে বাংলাদেশি অভিনেত্রীকে। জানা গেছে, বাঁ চোখে সমস্যা ছিল নুসরতের। সেই জন্যই অস্ত্রোপচার করাতে হয়েছে।
গেলো রোববার অস্ত্রোপচারের জন্য বাংলাদেশের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন নুসরত। অভিনেত্রী ফেরদৌসী বেগম জানান, সমস্যা তেমন গুরুতর নয়। তবে যেহেতু চোখের বিষয় তাই কোনো ঝুঁকি নিতে চাননি তারা। চোখের সমস্যার জন্য বেশ কিছুদিন ধরেই নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন নুসরাত। চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভরতি হন।
“সুস্থ না হওয়া পর্যন্ত বিরতি”, এই ক্যাপশন দিয়েই নিজের ছবি আপলোড করেছেন নুসরাত। জানা গেছে, প্রায় এক সপ্তাহ হাসপাতালে রাখা হবে অভিনেত্রীকে। বাড়ি ফেরার পরও হয়তো বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। তারপরই কাজে যোগ দিতে পারবেন ফারিয়া। এদিকে প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।