আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গির আলম (২৮) নামের এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গির আলম ওই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানায়, পার্শ্ববর্তী কবিরাজপাড়া গ্রামের মৃত সিফাত উল্লাহর ছেলে লালু মিয়া, মতিউর রহমান এবং তাদের জ্ঞাতিগোষ্ঠীর সাথে জাহাঙ্গীরের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধারে বিরোধ চলছিল। এরই জের ধারে সকালে তালুক জামিরা বাজারের দক্ষিণ পাশে লালু মিয়ার লোকজন জাহাঙ্গীরের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গির আলম নিহত হন।

এ বিষয় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই স্থানে মারপিটের ঘটনায় জাহাঙ্গির আলম নিহত হয়। তার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিক তদন্ত শেষে মামলা নেয়া হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন