পিএসজি ছেড়ে আল হিলালেই গেলেন নেইমার
পিএসজি থেকে দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেই নেইমার। চলতি সপ্তাহেই সৌদি আরবে যাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দলবদলের বাজারে বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো নিশ্চিত করেছেন এ তথ্য।
পিএসজি ও আল হিলালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নেইমার আল হিলালের হয়ে খেলবেন। মেডিক্যাল টেস্টের পরেই তিনি উড়াল দেবেন মরুভূমির দেশটির উদ্দেশে।
আল হিলালে ১০ নম্বর জার্সি পরেই খেলবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চুক্তি অনুযায়ী নেইমারের ফি ক্লস হিসেবে ১০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি।