কোর্তোয়াকে হারিয়ে কেপাকে দলে টানলো রিয়াল
অনুশীলনে দীর্ঘমেয়াদী চোটে পড়েন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাই চলতি মৌসুমে তার বদলি হিসেবের চেলসি থেকে ধারে কেপা আরিসাবালাগাকে দলে নিলো স্প্যানিশ জায়ান্টরা।
সোমবার এক বিবৃতিতে কেপাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে রিয়াল। ২০২৩-২৪ মৌসুমের পুরোটা লস ব্লাঙ্কোসদের খেলবেন কেপা। চেলসির জার্সিতে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন কেপা।
এর আগে গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান কোর্তোয়া। এরপর মাদ্রিদ জানায়, তার বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে। গণমাধ্যমের খবর, চলতি মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে এই বেলজিয়ান গোলরক্ষকের।