বার্নাব্যুতে রিয়ালের লজ্জা, ১৯ বছর পর সেল্তার চমক!
টানা তিন ম্যাচ ড্রয়ের পর লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এক সপ্তাহ না যেতেই আবারও ছন্দ হারাল স্প্যানিশ জায়ান্টরা। রোববার (০৭ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচও শেষ করতে হয়েছে মাত্র ৯ জন নিয়ে।
এই জয়ের মধ্য দিয়ে ১১ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল সেল্তা। পাশাপাশি বার্নাব্যুতে তাদের এটি ১৯ বছরে প্রথম জয়। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন হার শিরোপা দৌড়ে রিয়ালের জন্য বড় ধাক্কা। ১৬ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট।
ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় পরাজয়ের মুখই দেখতে হল ম্যাচশেষে। প্রথমার্ধের বিরতির পর ৫৪ মিনিটে প্রথম গোলে পিছিয়ে পড়ে আলোনসোর দল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেক গোল হজম করে নিশ্চিত হয় হার। সেল্তার হয়ে দুই গোলই করেন বদলি হয়ে নামা সুইডিশ মিডফিল্ডার উইলিয়ট সুইডবার্গ।
রিয়ালের বিপর্যয় আরও ঘনীভূত হয় দুটি লাল কার্ডে। ৬৪ মিনিটে সেল্তার সের্হিও ক্যারেইরা ও সুইডবার্গকে ফাউল করে অল্প সময়ের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেফটব্যাক ফ্রান গার্সিয়া। যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার আলভারো কারেরাস।
ঘরের মাঠে লা লিগার ম্যাচে রিয়ালের দুই ফুটবলার লাল কার্ড দেখার ঘটনা এটিই প্রথম গত ২০ বছরে। এর আগে ২০০৫ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন পরিস্থিতির মুখে পড়েছিল তারা। এই হারের ফলে শেষ পাঁচ ম্যাচে সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই হারিয়েছে রিয়াল। অন্যদিকে, সেল্তা ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের দশম স্থানে।
এসএইচ//