আর্কাইভ থেকে ফুটবল

জয় দিয়ে মৌসুম শুরু ম্যান ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়ে মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জয় পেতে বেশ কষ্ট পেতে হয়েছে রেড ডেভিলদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ সময়ে রাফায়েল ভারানের করা একমাত্র গোলে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

সোমবার রাতে ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভালো শুরু করেছিল উলভারহ্যাম্পটন। তবে গোল করার মতো সুযোগ পেয়েছিল স্বাগতিকরাই। দ্বাদশ মিনিটে র‍্যাশফোর্ডের শট ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক হোসে সা।

২৭ মিনিটে গোল পেতে পারতো তারাও। ডি বক্সের কাছাকাছি গিয়ে পাবলো সারাবিয়াকে পাস দেন মাথেউস কুইয়া। স্প‍্যানিশ মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। ছয় মিনিট পর আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পেছনে ফেলে বল নিয়ে ঢুকে নেওয়া কুইয়ার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

শেষ মুহূর্তে এসে বিপদে পড়েছিল ইউনাইটেড। যোগ করা সময়ে উলভসের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন জানায়। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পেনাল্টির আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত রক্ষণ সামলে ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন