সুইডেনকে হারিয়ে ফাইনালে স্পেন
নারী বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পা রাখলো স্পেন। টুর্নামেন্টের টপ ফেভারিট সুইডিশ মেয়েদের ২-১ গোলে হারিয়ে জায়গা করে নিলো বিশ্বকাপের ফাইনালে স্পেনের মেয়েরা।
মঙ্গলবার (১৫ আগস্টঅকল্যান্ডের ইডেন পার্কে শেষ চারের প্রথম ম্যাচে স্পেন-সুইডেনের তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পরও ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগপর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। এরপর একের পর এক আক্রমণে অল্প সময়ের ব্যবধানে ৩ গোল দেখল ফুটবলভক্তরা। ম্যাচের ৮১ থেকে ৮৯ এই ৮ মিনিটেই হয়েছে সবগুলো গোল।
৮১ মিনিটের অ্যালেক্সিয়া পুতেয়াসের বদলি হিসেবে নামা সালমা পারায়উয়েলোর গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৭ মিনিট পর রেবেকা ব্লমকভিস্টের গোলে সমতা আনে সুইডেন। তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অধিনায়ক ওলগা কারমোনা। দুর্দান্ত এক গোল আবারও এগিয়ে দেয় স্পেনকে। এরপর যোগ করা ৭ মিনিটে আর গোল শোধ করতে পারেনি সুইডেন। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেক্সিস পুতেয়াসের স্পেন।