আর্কাইভ থেকে ফুটবল

নেইমার সতীর্থের হ্যাট্রিকে বড় জয়ে মৌসুম শুরু করলো আল হিলাল

সৌদি প্রো লিগে মৌসুমে প্রথম ম্যাচে আভার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল। ম্যাচে হ্যাট্রিক করেন নেইমারের সতীর্থ ম্যালকম। জেনিত থেকে সৌদি লিগে পাড়ি জমানো ম্যালকম ব্রাজিলের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন। এর আগে তিনি খেলেছিলেন বার্সেলোনার হয়ে।

সোমবার প্রিন্স সুলতান স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ম্যালকম। তবে সেই লিডটি ছিল স্বল্পস্থায়ী, মাত্র দুই মিনিট পরেই স্কোর সমতায় আনে সাদ বিগুইর। সমতায় থেকেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১০ মিনিট পরেই আবার জালে বল জড়ান ম্যালকম। ৭৭ মিনিটে লিড আরও বাড়িয়ে দেন ব্রাজিলের জয়ে অলিম্পিকে স্বর্ণ জয়ী এই তারকা।

এদিকে আল হিলালে নেইমারের যোগ দেওয়ার সব কিছুই একরকম চূড়ান্ত। কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। নেইমার সৌদি ক্লাবটিতে যোগ দিলে ম্যালকমের সাথেই জুটি বেঁধে ফরোয়ার্ড লাইন সামলাতে দেখা যাবে। যেখানে আছেন আরও একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন