কৃপণ সাকিবে কোয়ালিফায়ারে গল, সুযোগ পেয়ে ব্যর্থ লিটন
৩.৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৮ রান, সেই সাথে ইফতিখার আহমেদকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন সাকিব। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, খেলেছেন অপরাজিত ১৫ বলে ১৭ রানের ইনিংস। আর তার দল গল টাইটাস ৮ উইকেটের জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ারে উঠল।
সাকিবের জন্য দিনটা ভালো গেলেও লিটনের জন্য ভালো ছিল না। ৪ বলে ১ রান করে ফিরেছেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটসম্যান। সেই সাথে সাকিবের বলে মিস করেছিলেন একটি সহজ স্ট্যাম্পিংয়ের সুযোগ।
মঙ্গলবার গল টাইটাস ও কলম্বো স্ট্রাইকার্সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে কলম্বো। বাবর আজম, পাথুম নিসাঙ্কাদের কলম্বোকে মাত্র ৭৪ রানে গুটিয়ে দেওয়ার কাজটা মূলত করেছেন তাব্রেইজ শামসি ও সেকুগে প্রসন্ন। ৪ ওভার বল করে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন শামসি। ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন প্রসন্ন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮.৩ ওভার খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গল। এদিন কলম্বোর হয়ে খেলেছেন বাংলাদেশের আরও এক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। ১ ওভার বল করার সুযোগ পেয়ে ৭ রান দিয়েছেন শরীফুল।