বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন নাক গলাবে না
নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণের মতের বহিঃপ্রকাশ হবে। চীন তাতে হস্তক্ষেপ করবে না। জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (১৬ আগস্ট) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চীন নাক গলাবে না।
পরিকল্পনামন্ত্রী বলেন, আলোচনায় বাণিজ্য সুবিধা বাড়াতে দু’দেশের মধ্যে কথা হয়েছে। শুল্কমুক্ত সুবিধা দিতে এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। একই সঙ্গে ২০২৬ সালে কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারাতে যাচ্ছে বাংলাদেশ। সে ক্ষেত্রেও সর্বোচ্চ সুবিধা পেতে সহায়ক হবে চীন।