পীরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
‘বৈশ্বিক উষ্ণতা থেকে দেশকে রক্ষা পরিবেশ বাঁচাতে গাছ হোক হাতিয়ার’- এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৫ আগস্ট) রংপুরের পীরগাছা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মিনারা ফিরোজ ইনফোটেকের সহযোগিতায় ‘এসোসিয়েশন অফ স্পোর্টস এসএসসি-১’ লুৎফা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পীরগাছা উপজেলার ২৫টি মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলোর প্রতিনিধিদের মাঝে বিভিন্ন ভেষজ, ফলজ ও বনজ গাছের দুই হাজার চারা বিতরণ করা হয়।
এ সময় মিনারা ফিরোজ ইনফোটেক এর কর্নধার আনোয়ার হোসেন ও লুৎফা চ্যারিটি ফাউন্ডেশনের পরিচালক ইরতিয়াজ আহমেদ রতন, এসোসিয়েশন অফ এস এস সি-২০০১ এর এডমিন প্যানেল মো: তারেকুল ইসলাম, প্রীতম কুমার ঘোষ, ফয়েজ আহমেদ মিলন, রুবেল মন্ডল নুর আলম, মিরাজ হোসেন, রাজিউল রানা, আহমেদ রাজু ও এসোসিয়েশনের রংপুর জোনের বন্ধুরা উপস্থিত ছিলেন।