বাবা হতে যাচ্ছেন নাজমুল শান্ত
করোনাকালীন সময়ে ২০২০ সালের ১১ জুলাই জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত। এবার আরেকটি সুখবর দিলেন বাঁহাতি এ ব্যাটার। তার পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের শান্ত।
বুধবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে বিষয়টির নিজেই জানান শান্ত। সেখানে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদ্যাপন করছেন শান্ত।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত ফর্মে রয়েছেন প্রায় প্রতিটি সিরিজেই। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের বলেই এশিয়া কাপে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।