অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
গেল দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তবে ওঠা হয়নি ফাইনালে। টানা তৃতীয় সেমিফাইনালে সেই লক্ষ্য পূরণ হলো ইংলিশ মেয়েদের। প্রথমবার ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো দলটি।
আজ বুধবার (১৬ আগস্ট) সিডনির অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড।
স্বাগতিকদের ৩–১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে সুইডেনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আরেক ইউরোপীয় দেশ স্পেন।