রেস্টুরেন্টের খাবারে মরা ইঁদুর, ম্যানেজার ও শেফ গ্রেফতার
বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বসে খাবারে মরা ইঁদুর দেখেন ভারতের এক যুবক । এই ঘটনার জেরে রেস্টুরেন্টে হইচই পড়ে যায়। ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবক। ভারতের মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে ।
গত ১৩ আগস্ট ব্ন্ধু আমিনকে নিয়ে বান্দ্রার পাপা পাঁচো দা ধাবা নামের জনপ্রিয় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন অনুরাগ দিলীপ সিং। সেখানে এই ঘটনা ঘটে। ঘটনার পরই ওই রেস্টুরেন্টের ম্যানেজার ও রাঁধুনীকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ভুনা গোস্ত ও চিকেন অর্ডার করেন তারা। খাবারের মধ্যে অন্যরকম কিছু দেখতে পান দিলীপ। ভালো করে নাড়াচাড়া করে দেখেন একটা মরা ইঁদুর পড়ে রয়েছে। এরপরই তিনি লাফিয়ে ওঠেন চিকেনের মধ্যে ইঁদুর এল কীভাবে?
এরপর হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠান তারা। তারা তাকেও ইঁদুরটি দেখান। তবে এ নিয়ে ম্যানেজার কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরই তিনি পুলিশের কাছে যান।