আর্চারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করলো ইংল্যান্ড
আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন জোফরা আর্চার। এরপর দীর্ঘদিন আর মাঠে ফেরা হয়নি এই পেসারের। এবার ভারত বিশ্বকাপেও জায়গা হারালেন তিনি, রাখা হয়েছে ‘রিজার্ভ’ হিসেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের ফিটনেস প্রমাণ করতে পারেননি আর্চার।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৫ জনের দলটিই ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দলটিই বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছা তাদের। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে।
১৫ জনের দলে ইংল্যান্ড নিয়েছে ৬ জন পেসার, যদিও বেন স্টোকস খেলতে পারেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই। ৩৭ দিনের মধ্যে বিশ্বকাপে ইংল্যান্ডকে নয়টি ম্যাচ খেলতে হবে। সর্বশেষ বিশ্বকাপে খেলা মার্ক উড, ক্রিস ওকসের সঙ্গে আছেন স্যাম কারেন, রিস টপলি ও নতুন মুখ গাস অ্যাটকিনসন। বিশ্বকাপের পরের অংশে তাঁদের কেউ চোটে পড়লে দলে ফিরতে পারেন আর্চার।
বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।