ব্রাজিলের গোল উৎসবের দিনে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও এ ম্যাচে আর হতাশ করেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল চারটি করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, অ্যান্টনি ও রদ্রিগো গুয়েস। তাতে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো ব্রাজিল।
আজ বুধবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচের, পুরো সময় ছিলো সেলেসাওদের আধিপত্য। প্যারাগুয়েকে কোনো রকম সুযোগ দেয়নি তিতের শিষ্যরা। প্রথমার্ধের এক গোল, দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে নেইমারের দল। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিলো কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল কিন্তু ভিএআর চেকে বাতিল হয়ে যায় গোলটি।
তবে ২৮ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন সেই রাফিনহাই। দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতেই হিমশিম খাচ্ছিলো প্যারাগুয়ে। ৬২ মিনিটে চোখ ধাঁধানো এক গোল করে ব্রাজিলের লিড বাড়ান ফিলিপে কৌতিনহো। চার মিনিট পরেই ব্রাজিলকে তৃতীয় গোলে এনে দেন ভিনিসিয়সের বদলি নামা অ্যান্টনি। গোল ক্ষুধায় থাকা স্বাগতিকরা ৮৮ মিনিটে সফরকারীদের জালে শেষ পেরেক ঢুকান, গোল করেন স্ট্রাইকার রদ্রিগো।
এই জয়ের ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাওয়ার পথে প্যারাগুয়ের। ভোরে অন্য ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। ভেনেজুয়েলার জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে উরুগুয়ে। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চারে আছে লুইস সুয়ারেজরা।
অপর ম্যাচে লাতিক আমেরিকার অপর দল আর্জেন্টিনা শেষ কবে হারের স্বাদ পেয়েছিলো সেটা হয়তো ভুলেই গেছে সমর্থকরা। জয় ও ড্র'তে অপরাজিত থাকার রেকর্ডের সংখ্যাটা দিন দিন বাড়িয়েই নিচ্ছে দলটি। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই আরো একটি জয় তুলে নিলো লিওনেল স্কোলানির দল।
আজ বুধবার (০৩ জানুয়ারি) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবারতো কেমপেসে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আলবিসেলেস্তারা। ম্যাচের প্রথম ২০ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। সুযোগ বানাতে পারেনি সফরকারী দল কলম্বিয়াও। তবে ২৯ মিনিটে সুযোগ পেয়েই কাজে লাগান আর্জেনটাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। গোলের কারিগর ছিলেন ডিফেন্ডার মার্কুস একুনা।
এর আগের চিলির বিপক্ষে ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। সেই ম্যাচেও ২-১ গোলে জিতেছিলো তারা।
এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ স্বপ্ন মলিন হয়ে যাচ্ছে কলম্বিয়ার।
হাসিব মোহাম্মদ