কন্যাকে গোল উপহার দিলেন বাবা
মার্টিনেজ ঠিক এই মুহূর্তের অপেক্ষায়ই ছিলেন হয়তো। আজ বুধবার (০৩ জানুয়ারি) ভোরে কর্ডোবায় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রস্তুতি সেরে রেখেছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার। দরকার ছিল শুধু গোলের। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ২৯ মিনিটে গোলটা পেয়ে যেতেই এক দৌড়ে মাঠের বাইরে গিয়ে দর্শকদের সঙ্গে উদযাপন শেষে জার্সিটা তুলে ধরলেন মার্টিনেজ।
ভেতরের গেঞ্জিতে লেখা কথাটা ধরা পড়ল ক্যামেরায়, ‘শুভ জন্মদিন কন্যা, তোমায় ভালোবাসি।’
গত বছরের ১ ফেব্রুয়ারি মার্টিনেজের ঘর আলো করে কন্যাসন্তান নিনা এসেছে। তার জন্মদিন উদযাপনে আর্জেন্টিনার হয়ে গোলের চেয়ে বড় উপহার আর কী হতে পারে! আগেই কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনাও ম্যাচটা ১-০ ব্যবধানে জিতেছে মার্তিনেজের গোলেই। হারে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা আরও মিইয়ে গেল কলম্বিয়ার।
হাসিব মোহাম্মদ