ছাত্রসমাবেশের তারিখ পরিবর্তন করলো ছাত্রলীগ
এইচএসসি পরীক্ষা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর করবে ছাত্রলীগ।
আজ শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির চিরতম শোকরে মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশে ছাত্রলীগের পূর্ব ঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের নবপরিচয়ের রূপকার, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল, ছাত্র-তরুণ সমাজের নির্ভরতা-বিশ্বস্তার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।