আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির বিদেশিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি: তথ্যমন্ত্রী

বিএনপির অনেক আন্দোলনের কথা বলেছে, বেলুন ফোলানো হয়েছে, সেই বেলুন এখন ফিউজ হয়েছে। বিদেশিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি। আন্তর্জাতিক চাপ নিষ্ক্রিয় হয়ে গেছে। বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছেন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গুবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করতে অনেকে কাজ করেছে। তবে এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ বাহিনী।

এ সময় জঙ্গি দমনে বাংলাদেশ সফল দাবি করে মন্ত্রী বলেন, জঙ্গি নির্মূল করতে না পারলেও দমনে সক্ষম হয়েছে পুলিশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করল কঠোরভাবে মোকাবেলা করা হবে।

তিনি আরও বলেন, চীন ১৯৭৫ এর আগে আমাদের স্বীকৃতি দেয়নি। এদেশের উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে অনেক বাধা দেয়া হয়েছে। তবে, পুলিশ বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে। রাজনীতির নামে মানুষ পোড়ালে পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন