আর্কাইভ থেকে ফুটবল

প্রথমবার ফাইনাল খেলেই বিশ্বকাপ জিতল স্পেন

এর আগে দুইবার সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছিল স্পেনের নারীরা। তৃতীয় চেষ্টায় ফাইনালে উঠেই বিশ্বকাপ জিতল তারা। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল দলটি।

আজ  রোববার (২০ আগস্ট) সিডনিতে অধিনায়ক ওলগা কারমোনার ২৯ মিনিটের গোলটা নতুন চ্যাম্পিয়ন বানিয়েছে স্পেনকে। যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি ও জাপানের পর পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ জিতল স্পেন।

আর পুরো টুর্নামেন্টে দারুণ খেলা উপহার দিলেও ফাইনালে এসে যেন বোতলবন্দী হয়েই ছিল এলা টনি আর লরেন হ্যাম্পরা। বিপরীতে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল দিয়েই পূর্ণ সুবিধা আদায় করেছে স্পেন। ফলে রেফারির শেষ বাঁশি বাজতে না বাজতেই আনন্দ-উল্লাসে মাতে স্পেনের খেলোয়াড়রা।

এ সম্পর্কিত আরও পড়ুন