মাথায় জখমের নেপথ্যের কারণ বললেন রাজ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। কিছুদিন আগে তারা দু’জনেই গিয়েছিলেন হাসপাতালে। আর তখনই সকলের মনে প্রশ্ন জাগে, পরীমনির বর্তমান স্বামী অভিনেতা শরীফুল রাজ হাসপাতালে কেন? তার মাথায় জখম হলো কীভাবে? এর নেপথ্যে কে?
গত কয়েকদিন ধরে নানাজনের মনে এমন নানা প্রশ্ন ঘুরছিল। অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন রাজ নিজেই। জানালেন তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
সোমবার (২১ আগস্ট) রাজ গণমাধ্যমকে জানান, তিনি ভালো আছেন। গত ১৭ আগস্ট তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। অভিনেতার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই অ্যাক্টিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়।’
মাথায় জখমের বিষয়ে রাজ বলেন, ‘গাড়িতে ধাক্কা লাগাতে আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে। এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে।’
শুধু নিজেরই নয়, রাজ খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমনিরও। কারণ এই নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। রাজ জানিয়েছেন, ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে।’
দাম্পত্য কলহের জেরে স্ত্রী পরীমনির সঙ্গে হাতাহাতি থেকে মাথায় আঘাত পেয়েছেন—কয়েক দিন ধরে চলা এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রাজের দাবি, ‘অতিউৎসাহী মানুষরা এই খবর ছড়াচ্ছে।’