ডি পলের দিকে চোখ পড়েছে সৌদির যে ক্লাবের
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। যাকে ফুটবল বিশ্ব লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবেই চিনে। এবার এই মিডফিল্ডারের দিকে চোখ পড়েছে সৌদি ক্লাব আল আহলির। তাকে পেতে ৩২ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি।
ইতোমধ্যে আল আহলির সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে কথাবার্তা চলছে বলে এক টুইটে নিশ্চিত করেছেন ট্রান্সফার বিষয়ক ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আরও পড়ুন : যে কারণে পিএসজি ছাড়তে হয়েছিল নেইমারকে
টুইটে রোমানো লেখেন, পিওতোর জেলিনস্কির সঙ্গে চুক্তি না হওয়ায় আল আহলির প্রধান লক্ষ্য এখন রদ্রিগো ডি পল। ডি পলকে নিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি। এখনো কথাবার্তা চলছে, চুক্তির কাগজপত্র খেলোয়াড়ের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ সকালে আলাপ-আলোচনার পর তা জানা গেছে।