মিরপুরে বৃষ্টি, হয়নি টস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। কিন্তু বৃষ্টির কারণে মিরপুর শেরে-ই-বাংলায় এখন পর্যন্ত ম্যাচের টসই অনুষ্ঠিত হয়নি। কাভারে ঢেকে রাখা হয়েছে উইকেট।
বিপিএলে বৃষ্টির প্রভাব ছিলো গতকাল বুধবারও (০৩ ফেব্রুয়ারি)। বৃষ্টির কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের দৈর্ঘ্য দুই ওভার কমিয়ে আনা হয়েছে। ২০ ওভারের বদলে ম্যাচ হয় ১৮ ওভারের।
বিপিএলে দারুণ ফর্মে রয়েছে সাকিবের বরিশাল। ঢাকায় প্রথম প্রথম পর্বে হারলেও চট্টগ্রাম পর্ব থেকে জয়ের ধারায় আছে দলটি। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয়ে সিলেটের অবস্থান তলানিতে।
হাসিব মোহাম্মদ