আর্কাইভ থেকে ফুটবল

যে কারণে পিএসজি ছাড়তে হয়েছিল নেইমারকে

মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছাড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান পোস্টার বয়ের এতো অল্প বয়সে ইউরোপ ছাড়ায় ভক্তদের মনে চরম আফসোস। অথচ দলবলের শুরু সময় গুঞ্জন ছিল দল ছাড়বে এমবাপ্পে। নেইমারকে নিয়ে তেমন আলোচনাই ছিল না। পিএসজি সঙ্গে এমবাপ্পের যে সাপে-নেউলে সম্পর্ক চলছিল তা মূলত নেইমারকে তাড়ানোর নাটক। ফরাসি পত্রিকা লেপিক এমনটি জানিয়েছে।

 

ইন্সস্টাগ্রামের এক পোস্টও সেই ইঙ্গিতই দেয়। পোস্টটিতে উল্লেখ ছিল, ‘গত গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে এটা স্পষ্ট করেছেন যে একই দলে তিনি এবং নেইমার থাকতে পারবেন না। কাকতালীয়ভাবে নেইমার যখন আল হিলালে যাওয়ার ঘোষণা দিলেন, সেদিনই এমবাপ্পে খুব আনন্দিত হয়ে অনুশীলনে ফিরে এসেছেন।’ পরে এই পোস্টটিতে নিজের সমর্থন জানিয়েছেন নেইমার নিজেই।

নেইমারের বাবাও বলেছেন একই সুরে কথা, দল বদল সংক্রান্ত কোন বিষয় নয়, নেইমারকে প্যারিস ছাড়তে হয়েছে অভ্যান্তরীন সমস্যার জন্য।

নেইমারের আল হিলালে যাওয়ার খুব বেশি ইচ্ছাও ছিল না। ফিরতে চেয়েছিলেন নিজের পুরনো ক্লাব বার্সেলোনায়। দলবদলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো বলছে সেই কথাই।

সূত্রের বরাত দিয়ে রোমানো জানিয়েছেন, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ক্যাম্প ন্যুতে নেইমারকে ফেরাতে চেয়েছিলেন। পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায়ও বসেছিলেন। আর্থিক সংকট থাকলেও একটা পথ বের করতে চেয়েছিলেন হুয়ান লাপোর্তা।

নেইমারও বার্সায় ফিরতে চেয়েছিলেন। রোমানোর সূত্র জানিয়েছে, বার্সায় ফেরাই ছিল নেইমারের স্বপ্ন। কিন্তু জাভির অধীনে তিনি ক্যাম্প ন্যুতে ফিরতে চাননি। নেইমারের বিষয়টি এমন, 'যতদিন বার্সায় জাভি আছেন ততদিন ক্যাম্প ন্যুতে না।'

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন